কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রার্থীরা এখন ফেসবুক–ইউটিউবে সরব

প্রথম আলো প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:১৮

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে অনলাইন মাধ্যমে প্রচারণা থেমে নেই। ছবি, পোস্টার, ভিডিও, গ্রাফিকসসহ নানা উপায়ে তাঁরা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রচারণায় ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব, টুইটারসহ নানা মাধ্যম ব্যবহৃত হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে এবার ১৩ জন এবং কাউন্সিলর পদে (সংরক্ষিতসহ) ৭৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়র পদপ্রার্থীদেরই অনলাইনে প্রচার-প্রচারণা সবচেয়ে বেশি। তা ছাড়া অনেক কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের সমর্থকেরাও অনলাইনে সরব উপস্থিতির জানান দিচ্ছেন। অনলাইন খুঁজে দেখা গেছে, মেয়র প্রার্থীদের মধ্যে দুই সিটির আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন পাওয়া চারজন প্রার্থী সনাতন রীতির পাশাপাশি নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ফেসবুক, ইউটিউব ও নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপসের নিজস্ব একটি ফেসবুক পেজ থেকে নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। পেজটিতে দেখা গেছে, ভিডিও বার্তার মাধ্যমে তাঁর সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী গণসংযোগ ও ঢাকা নিয়ে তাঁর পরিকল্পনারও বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। তাঁর নিজস্ব ওয়েবসাইটে নির্বাচনী গান, ভিডিও, দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে পরিকল্পনা, প্রতিশ্রুতিসহ নানা বিষয় স্থান পেয়েছে। আছে পারিবারিক ছবিও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও