কুষ্টিয়ায় জয়ী চেয়ারম্যানের কেন্দ্রেই ভোট পড়েছে মাত্র সাড়ে ৬ শতাংশ
প্রথম আলো
প্রকাশিত: ১০ মে ২০২৪, ১৮:৪৭
মাত্র চার মাস আগে জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-৩ (সদর) আসনে ভোট পড়েছিল প্রায় ৪৩ শতাংশ। অথচ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়ার হার কমে ১৭ দশমিক ৪০ শতাংশে নেমেছে। বুধবার সারা দেশের ১৩৯টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে এটিই সর্বনিম্ন ভোটের হার।
৪ লাখ ২০ হাজার ৮৩৩ ভোটারের উপজেলা কুষ্টিয়া সদরে নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ হাজার ২২৪ জন। এর মধ্যে ৬৭ হাজার ৪৬২ পেয়ে পুনরায় জয়ী হয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। তিনি স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই। নির্বাচনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল মামুন ৬৩ হাজার ৯১৭ ভোটের ব্যবধানে হেরেছেন।
- ট্যাগ:
- রাজনীতি
- বিজয়ী
- নতুন চেয়ারম্যান
- কুষ্টিয়া