আনন্দময় শৈশব কে দেবে
কী হলো দেশটার, বলুন তো! পত্রিকার পাতা আর টেলিভিশন খুললেই নারী-শিশু নির্যাতন আর ধর্ষণের খবর দেখতে দেখতে তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি নাকি আমরা একটা অসুস্থ জাতিতে পরিণত হয়ে গেলাম? বয়লিং ফ্রগ সিন্ড্রোম নামে বহুল কথিত একটি মানসিক অবস্থার কথা আমরা জানি। একটি পাত্রে পানির মধ্যে ব্যাঙ রেখে পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়াতে থাকলে ব্যাঙ একসময় সেদ্ধ হয়ে যায় কিন্তু লাফিয়ে পাত্র থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তার আর থাকে না। হত্যা, খুন, ধর্ষণের খবর প্রতিদিন পড়তে পড়তে আমরাও কি ব্যাঙের মতো সেদ্ধ এবং নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি কিনা?