সঞ্চয় বাড়াতে উদ্যোগ
আজকের দিনের মতো ব্যাংকিং ব্যবস্থা যখন মানুষের দোরগোড়ায় পৌঁছেনি তখন ‘সঞ্চয় সমৃদ্ধি আনে’, ‘সুদিনের সঞ্চয় দুর্দিনের সহায়’—এমন নানা স্লোগানে একসময় সাধারণ মানুষকে সঞ্চয়ে আগ্রহী করা হতো। বেতার-টেলিভিশনে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে নানা প্রচার চালানো হতো। ‘অপচয় না করে সঞ্চয় করো, সমাজ দেশকে সমৃদ্ধ করো’ এই প্রতিপাদ্য সামনে রেখে গত শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।