অথঃ লুঙ্গি সমাচার

যুগান্তর পবিত্র সরকার প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ১৫:৪৭

ইদানীং লুঙ্গি নিয়ে ভারতে নানারকম কথাবার্তা হয়ে গেল। ভারতের একজন রাজনৈতিক নেতা কিছু লোককে এনআরসি, সিএএ, এনপিআর ইত্যাদির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের নানা যানবাহনে আগুন দিতে দেখেছেন, আর বলেছেন ‘পোশাক’ দেখলেই চেনা যায় কারা এসব করছে। সংবাদমাধ্যমের অধিকাংশ মনে করছে, এ পোশাকের একটা নাকি ছিল লুঙ্গি। সবাই জানেন, এ শব্দটা বর্মি ভাষায় অনেক আগে থেকেই প্রচলিত। কাজেই ডিকশনারির শব্দগুলোর যদি কোনো ‘এনআরসি’ হয় তা হলে এগুলোকে ভারতীয় ভাষাগুলো থেকে বিদায় করা হবে কিনা জানি না। সে চেষ্টা আগে হয়নি তা নয়; কিন্তু তার কথা এবারে বলব না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও