দেশে গত কয়েক বছরে নবজাতকের মৃত্যুহার বেড়েছে। এই হার বেড়েছে মূলত জন্মের সময় শ্বাসরুদ্ধ হওয়া, জীবাণুর বিষক্রিয়ায় পচন, সংক্রামক রোগ ও কম ওজনের মতো প্রতিরোধযোগ্য কিছু কারণে। এসব সমস্যা মোকাবিলায় সরকারের নেওয়া কর্মসূচি অপ্রতুল, চলছে ঢিলেঢালাভাবে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) দেশের জনস্বাস্থ্যবিষয়ক সবচেয়ে বড় জরিপ। সর্বশেষ ২০১৭-১৮ সালের জরিপটি বলছে, ১ হাজার শিশু জন্ম নিলে ২৮ দিন বয়স হওয়ার আগে, অর্থাৎ নবজাতক পর্যায়েই তাদের ৩০টি মারা যাচ্ছে। ২০১৪ সালে হাজারে দুটি নবজাতক কম মারা যেত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.