সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে লাফ, বাংলাদেশির মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিলে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত খায়বর আলী (৪২) দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যান ১০ থেকে ১২ বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় সীমান্তের নিকটবর্তী বিজিবির টহল দলকে দেখে তাঁরা আত্মগোপন করতে বিভিন্ন দিকে লুকিয়ে পড়েন। কিন্তু খায়বর আলী ভুলবশত ভারতের সীমানায় ঢুকে পড়েন। এ সময় ভারতের কুকুরমরার বিএসএফ ক্যাম্পের সদস্যরা খায়বর আলীকে ধাওয়া দিলে জীবন বাঁচাতে ব্রিজের ওপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দেন তিনি। ঘটনার সময় থেকে নিখোঁজ থাকার পর দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে বিজিবি।