নগর সরকার ছাড়া ঢাকার সমস্যা দূর হওয়ার নয়
২ কোটি মানুষের ঢাকা নগরী কেবল সমস্যায় জর্জরিত। একসময় আমলা প্রশাসক দিয়েই এর পরিচালনা চলেছে বছরের পর বছর ধরে। ফলে কোনো জবাবদিহি ছিল না। দীর্ঘদিন ধরে অনির্বাচিত প্রশাসক ঢাকার দেখভাল করেছেন। মনে হয়েছিল, জনপ্রতিনিধি হলে অন্তত কিছুটা জবাবদিহি থাকত; বলা হয়েছিল সরকার ইচ্ছা করেই দীর্ঘদিন জনপ্রতিনিধিহীন করে রেখেছে
- ট্যাগ:
- মতামত
- সরকার
- সমস্যা
- নগর উন্নয়ন
- ঢাকা