মধ্যপ্রাচ্যে বৃহত্ শক্তির নৌমহড়া ও আন্তর্জাতিক নিরাপত্তা

ইত্তেফাক রুহুল আমীন প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৪২

২৮ ডিসেম্বর বিশ্বের দৈনিক পত্রিকাগুলোর শীর্ষ খবরের মধ্যে দুটি খবর আন্তর্জাতিক নিরাপত্তা ও বিশ্বব্যবস্থায় নয়া মেরুকরণের গুরুত্বপূর্ণ নেয়ামক ও নির্ধারক হিসেবে বিবেচিত হতে যাচ্ছে বলে আমার ধারণা। আলজাজিরা ও রয়টার্স সূত্রে জানা যায়, অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে জাপানি জাহাজের সুরক্ষা নিশ্চিত করতে জাপানি যুদ্ধজাহাজ ও টহল বিমান ওমান উপসাগর, উত্তর আরব সাগর ও এডেন উপসাগর অঞ্চলে টহল দেবে। আর প্রেস টিভি ও স্পুটনিক নিউজ বরাতে ভারত মহাসাগরে ও ওমান উপসাগরে রাশিয়া-চীন-ইরানের যৌথ নৌমহড়া শুরুর খবরটি প্রচারিত হয়। এ যৌথ মহড়ার তিনটি লক্ষ্য উল্লেখ করা হয়েছে : (ক) আঞ্চলিক নৌপথের সুরক্ষা নিশ্চিত করা, (খ) রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময় করা এবং (গ) সন্ত্রাসবাদ দমন করা ও জলদস্যু মোকাবিলা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও