রাজনীতি ও মানবতাকে একসঙ্গে হ্যাঁ বলতে হবে
একবিংশ শতাব্দীর শুরু থেকে সারা বিশ্বে যে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে তা ক্রমে ক্রমে ভয়ংকররূপে আবির্ভূত হয়েছে নানা দেশে নানারূপে। পশ্চিমা বিশ্বের স্বার্থান্ধ ভূ-রাজনীতি এবং কতিপয় তল্পিবাহক অন্য দেশের নষ্টনীতি দেশে দেশে সন্ত্রাসী কার্যক্রমকে ছড়িয়ে দিচ্ছে। যথারীতি এর পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবক হিসেবে কাজ করছে পরসম্পদ লোভী পরদেশে আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তিগুলো। কোনো কোনো দেশ নিজ স্বার্থে এতে ঘৃতাগ্নী সংযোগ করছে বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়ে।