আসনে ও বসনে, মোরা এ কী বাঁধনে!
১৯৮১ সাল। বিচারপতি আবদুস সাত্তার তখন রাষ্ট্রপতি। ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভার আগের দিন কৌতূহলী হয়ে মাঠে গিয়ে দেখলাম, বিপুল কারুকার্যময় বিশালাকৃতির এক চেয়ার, যেটি অন্য সব চেয়ার থেকে ভিন্ন। শুনলাম, চেয়ারটি আনা হয়েছে পঁচিশ মাইল দূরবর্তী ঢাকা শহর থেকে। পরের দিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি সেটিতে বসবেন। কৌতূহলীদের কাউকে কাউকে চেয়ারটিকে স্পর্শ করে ধন্য হতে দেখলাম।
- ট্যাগ:
- মতামত
- রাষ্ট্রপতি
- রাজতন্ত্র
- সিংহাসন
- আবদুস সাত্তার
- ঢাকা