You have reached your daily news limit

Please log in to continue


ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের ৫ ধাপ উন্নতি

দমে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল জেমি ডে’র অধীনে এক বছরে কিছুটা হলেও উন্নতি করেছে। দেশীয় ফুটবলে বিমুখ দর্শকদেরও টানতে পেরেছেন জামাল ভূঁইয়ারা। একই সঙ্গে ফিফা র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থারও উন্নতি করেছেন তারা। বছর শেষে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১৮৭তম অবস্থানে রয়েছে। ২০১৮তে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১৯২তম। ফিফা র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখে শীর্ষে রয়েছে বিশ্বকাপজয়ী বেলজিয়াম। টানা দ্বিতীয়বারের মত শীর্ষে থেকে বছর শেষ করলেন এডেন হ্যাজার্ডরা। ২০১৯-এ খেলা ১০টি আন্তর্জাতিক ম্যাচের প্রতিটিই জিতেছে বেলজিয়াম। ইউরো বাছাইপর্ব থেকে মূলপর্ব টিকেট নিশ্চিত করেছে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই। রাশিয়া বিশ্বকাপ জেতা ফ্রান্স আছে দুই নম্বরে। তিনে আছে এ বছর কোপা আমেরিকা জেতা ব্রাজিল। শীর্ষ চারের অন্য দল ইংল্যান্ড। লিওনেল মেসির আর্জেন্টিনার অবস্থান নবম, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আছে সাত নম্বরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন