আজ থেকে শুরু হচ্ছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ক্যাটামেরিন জাহাজ
আজ মঙ্গলবার থেকে ঢাকা-ইলিশা (ভোলা)-ঢাকা নৌ রুটে চালু হচ্ছে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ক্যাটামেরিন জাহাজ সার্ভিস। এটি প্রতিদিন সদরঘাট বিশেষ লঞ্চ টার্মিনাল (লাল কুটির) ঢাকা হইতে সকাল ৭:৩০ মিনিটে এবং ইলিশা লঞ্চ টার্মিনাল (ভোলা) হইতে দুপুর ১:৩০ মিনিটে চলাচল করবে। গ্রীন লাইন জাহাজটি ৬০০ সিট ধারণক্ষমতাসম্পন্ন একটি ক্যাটামেরিন জাহাজ। এতে দুই শ্রেণির টিকিট পাওয়া যাবে। বিজনেস ক্লাস টিকিটের মূল্য ১০০০ ও ইকোনমি টিকিটের মূল্য ৭০০ টাকা। গ্রীন লাইনের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন মানবজমিনকে বলেন, ঢাকা-ভোলা রুটে যাত্রীদের নৌ পথে দুর্দশা কিছুটা লাঘব করার জন্যই আমরা এই জাহাজ চালু করতে যাচ্ছি। আশা করছি, আমাদের এই সেবায় যাত্রীরা উপকৃত হবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.