আরেকটি ‘কপ’ ও আরেকটি ব্যর্থতা
আরেকটি ‘কপ’ সম্মেলন এখন অনুষ্ঠিত হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদে। ‘কপ’ সম্মেলন হচ্ছে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলন, যা জাতিসংঘ প্রতি বছর আয়োজন করে থাকে। এবারের সম্মেলন হচ্ছে কপ-২৫ বা Conference of the Parties to the United Nations Fremework Convention on Climate change। জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত ২৫তম শীর্ষ সম্মেলন। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ফলাফল? এই সম্মেলন থেকে আমাদের প্রত্যাশা কী? কপ-২৪তম শীর্ষ সম্মেলন থেকেইবা আমরা কী পেয়েছিলাম? কপ-২৪ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পোল্যান্ডের প্রাচীন রাজধানী কাটোভিচে। প্রায় ২৮ হাজার ব্যক্তি, যার অধিকাংশই এনজিও কর্মী, তারা জমায়েত হয়েছিলেন কাটোভিচে। ৪৫০ জন ছিলেন জাতিসংঘের স্টাফ। সাত হাজার ছিলেন অবজার্ভার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে