কোটি টাকার নিচে ঋণ নেবেন না
গত অক্টোবরে রাজধানীর মিরপুরে বায়েজীদ নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেন। তিনি একা মরেননি, আত্মহত্যার আগে স্ত্রী কোহিনুর বেগম অঞ্জনা এবং একমাত্র ছেলে ফারহানকেও হত্যা করেন। সেই নিউজের সঙ্গে পত্রিকায় তাদের পারিবারিক একটি ছবি ছাপা হয়েছে। ফারহানের ক্যামেরায় সেলফি। ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যায়...