শুধু জরিমানা করে নকল ওষুধের আগ্রাসন বন্ধ করা যাবে না
গত ২১ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মিটফোর্ডে নকল ওষুধ বিক্রির একটি সচিত্র প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর বাবুবাজারে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা ছাড়াও ৪৬টি দোকানকে ৭০ লাখ টাকা জরিমানা করেন। বাজেয়াপ্ত ওষুধের মধ্যে পশু মোটাতাজাকরণের ডেক্সামেথাসন ছাড়াও অন্যান্য স্টেরয়েড জাতীয় ওষুধও রয়েছে। সমসাময়িককালে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ অভিযানে মিটফোর্ডে বিদেশি ওষুধের মোড়কে নকল ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৬টি দোকানকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।