এবার ১৫ দফা দাবিতে তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট

চ্যানেল আই প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪

এবার ১৫ দফা দাবিতে তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট অর্থনীতি- লিড নিউজ - চ্যানেল আই অনলাইন ১ ডিসেম্বর, ২০১৯ ০৯:৫৪ এবার খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। এর ফলে পাম্প থেকে কোনো তেল বিক্রি করা হচ্ছে না। ১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ রোববার সকাল থেকে এ ধর্মঘট করছে। বিজ্ঞাপনবিজ্ঞাপন ধর্মঘটে নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। তবে এর বিরোধিতা করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ১৫ দফা দাবির মধ্যে রয়েছে: সড়ক ও জনপদের বাড়তি ভূমি ইজারা মাসুল বাতিল করা, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান নাকি পরিবেশক পরিশোধ করবে তা নির্দিষ্ট করা, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের প্রথা বাতিল অন্যতম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও