You have reached your daily news limit

Please log in to continue


সাদা পোশাকে র‌্যাবের অভিযান, গুলিতে কিশোরের মৃত্যু, আসলে কী ঘটল?

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা ও গুলিতে এক কিশোরের মৃত্যু নিয়ে নানারকম তথ্য সামনে আসছে। র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে নিহত ছিয়াম মোল্লাকে ‘মাদক কারবারি’ বলা হলেও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, মাদক কারবারি তো দূরের কথা, কখনো মাদক সেবনও করেননি ছিয়াম।  

হাসপাতালের রেকর্ড বইয়ে ছিয়ামের যে বয়স উল্লেখ করা হয়েছে তাতেও বড় ধরনের ঘাপলা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। হাসপাতালের রেকর্ড বইয়ে ছিয়াম মোল্লার বয়স ২২ বছর উল্লেখ করা হয়েছে। তবে ঢাকা পোস্টের হাতে আসা ছিয়ামের জন্মসনদে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি ২০০৮। সে অনুযায়ী তার বয়স দাঁড়ায় ১৭ বছর। 

২১ এপ্রিল গুলিতে ছিয়াম নিহত হওয়ার সময় গুলিবিদ্ধ হন আরও একজন। তিনি হলেন রাকিব মোল্লা। র‌্যাবের ভাষ্যমতে রাকিব একজন ‘কুখ‌্যাত মাদক কারবারি।’ তবে ছিয়াম বা রাকিব কারও বিরুদ্ধেই আগৈলঝাড়া, গৌরনদী এবং উজিরপুর থানায় মাদক-সংশ্লিষ্ট পূর্ববর্তী কোনো অভিযোগ পাওয়া যায়নি। গুলিতে নিহত ছিয়াম মোল্লা ও গুলিবিদ্ধ রাকিব সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাই।

ঢাকা পোস্টের হাতে আসা কাগজপত্র অনুযায়ী রাকিব এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর ছিয়াম গতবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন