২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ে করেন নিশি ইসলাম (৩০) নামে এক নারীকে। এ খবর জানাজানি হলে ওই বছরের ৪ মার্চ শাওন, তার বোন শিঞ্জন, সেঁজুতি, শিঞ্জনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম ভুক্তভোগী নিশির বাড়িতে যান। সাদা কাগজে সই করতে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে সৎ মা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন।
সম্প্রতি এ ঘটনায় ভুক্তভোগী নিশি ইসলামের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহার সূত্রে এসব তথ্য জানা যায়।
এজাহারে বলা হয়, বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদে রাজি না হওয়ায় সৎ মাকে শায়েস্তা করতে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, পুলিশের এডিসি নাজমুল ইসলামসহ পুলিশকে ব্যবহার করেন শাওন। বাড্ডা থানায় প্রতারণা ও চাঁদা দাবির হয়রানিমূলক মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় শাওনের সৎ মা নিশি ইসলামকে। এরপর এ মামলায় তাকে ৬১ দিন জেল খাটানো হয়। এছাড়া তাকে মাদক ব্যবসায়ী সাজানোর ব্যর্থ চেষ্টাও করে পুলিশ।