পরিবেশ বিধ্বংসী পলিথিনে সয়লাব দেশ

কালের কণ্ঠ ইসহাক খান প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১২:৪৭

পলিথিন ব্যাগের সঙ্গে আমার প্রথম পরিচয় গত শতকের আশির দশকে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হলের বাসিন্দা। একদিন আমার এক রুমমেট গাওছিয়া মার্কেট থেকে একটি জামা কিনে নিয়ে হলে ফিরলে তার হাতে আমি প্রথম এই পলিথিনের ব্যাগ দেখতে পাই। পাতলা ফিনফিনে ব্যাগটি প্রথম দর্শনেই আমার ভালো লেগে যায়। বহনযোগ্য। দেখতে সুন্দর। সহজে ছেঁড়ে না। ভাঁজ করে পকেটে রাখা যায়। ব্যাগটি সংগ্রহ করতে ভেতরে ভেতরে আমি ভীষণ তাড়না অনুভব করি। ধীরে ধীরে ব্যাগটি সহজলভ্য হয়ে যায়। বাজার করলেই পলিথিন ব্যাগে মালামাল ভরে দেয় দোকানি। আমরাও আরাম করে পলিথিন ব্যাগে মাল নিয়ে বাড়ি ফিরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও