সিন্ডিকেটহীন জনতার হজমি শক্তি

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ১০:১৭

পেঁয়াজের বাজারে ডাকাতির হোতাদের বিষয়ে কি এফবিসিসিআই কোনো উদ্যোগ নেবে?- ব্যবসায়ীদের পার্লামেন্ট খ্যাত প্রতিষ্ঠানটির সভাপতি শেখ ফজলে ফাহিমের কাছে এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের। জবাবে বঙ্গবন্ধু পরিবারের প্রভাবশালী এই সদস্য সাফ জানিয়েছেন, এটি তাদের দায়িত্ব নয়। পাল্টা কোনো প্রশ্নে যাননি গণমাধ্যম কর্মীরা। জানতে চাননি, তা’হলে এটা কার দায়িত্ব? তবে, এ প্রশ্নের জবাব রয়েছে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যে। তিনি বাজারের এ অস্থির দশার কিছুটা দায়িত্ব দিয়েছেন জনগণের ওপর। একেবারে নিজস্ব ভাষায় বলেছেন, বিভিন্ন সেক্টর নিজস্ব স্বার্থে সিন্ডিকেট করছে। তারা ঐক্যবদ্ধ। কিন্তু, জনগণের সিন্ডিকেট নেই। থাকলে জনগণ ঐক্যবদ্ধ হত। ইউনিটি হয়ে প্রয়োজনে একমাস পেঁয়াজ না খাওয়ার সিদ্ধান্ত নিলে মজুতদাররা জনগণকে ‘বাপ’ ডেকে কম দামে পেঁয়াজ ছাড়তে বাধ্য হতো। দশ কথার এক কথাই বলেছেন রাষ্ট্রপতি। জনতার সিন্ডিকেট থাকলে কেবল পেঁয়াজ, চাল, লবণ নয়-আরো অনেক সিন্ডিকেটই খান খান হয়ে যেত। অথবা সিন্ডিকেট গড়েই উঠত না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও