দুর্নীতি অবিনশ্বর!
দুর্নীতি নতুন কোনো বিষয় নয়। দুর্নীতির সূচকে আমাদের দেশ পরপর কয়েকবার শীর্ষস্থান দখল করেছিল। ওই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটলেও রাষ্ট্র-সমাজ এখনও দুর্নীতির থাবামুক্ত নয়। দুর্নীতি নির্মূলে সরকারের 'শূন্য সহিষুষ্ণতা'র অঙ্গীকার রয়েছে। এ অভিযোগ আছে, দুর্নীতি দমন কমিশন নির্মোহ অবস্থান নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিধায় দুর্নীতি নিয়ে এখনও শিরঃপীড়া। কিন্তু ২১ নভেম্বর সমকালে প্রকাশিত দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এক সাক্ষাৎকারে পুনর্বার জানিয়েছেন- রাজনীতিবিদ, ব্যবসায়ী বা সরকারি কর্মচারী তাদের কাছে মুখ্য বিষয় নয়। তাদের কাছে মুখ্য বিষয় দুর্নীতি সংক্রান্ত ঘটনা। কমিশন কখনও কারও মুখ দেখে না, দেখে অপরাধ। দুর্নীতিবাজের তালিকা দীর্ঘ হচ্ছে- এও তিনি জানিয়েছেন। যদি তার এই বক্তব্যের সারবত্তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে চূড়ান্ত অর্থে প্রমাণিত হয়, তাহলে এ আশা করাই যায়- আমরা বিলম্বে হলেও দুর্নীতির ব্যাধিমুক্ত হয়তো হবো।