You have reached your daily news limit

Please log in to continue


সাংস্কৃতিক নগরী ভেনিসের বিলয় প্রতিরোধে করণীয়

ভেনিসের ইতিহাসে নজিরবিহীন কিছু প্রলয়ঙ্করী বন্যায় পিয়াজ্জা সান মার্কোতে অবস্থিত সেন্ট.মার্ক’স ব্যাসিলিকাসহ ঐতিহাসিক শহরটির কয়েকটি বিখ্যাত সাংস্কৃতিক পরিসর (সাইট) প্লাবিত হয়েছে। ১ হাজার ২০০ বছরের মধ্যে ব্যাসিলিকা কেবল ষষ্ঠবারের মতো প্লাবিত হয়েছে, কিন্তু চতুর্থবার ডুবেছে গত দুই দশকের মধ্যে এবং দ্বিতীয়বার নিমজ্জিত হয়েছে মাত্র ৪০০ দিনের ব্যবধানে। এভাবে চলতে থাকলে প্লাবনবাহিত পলিতে ক্যালি, ক্যাম্পি ও পালাজ্জি নামের ভেনিসের মধ্যযুগের ইমারতগুলোর ভঙ্গুর অলংকরণ কয়েক দশকের মধ্যে ধুয়ে-মুছে যেতে পারে। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো মানুষগুলোর কী হবে, যারা ওইসব সাংস্কৃতিক পরিসরকে জনপূর্ণ করে তুলেছিল বা তোলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন