উৎপাদকের শ্রম বনাম দুর্বৃত্তের বাজার
কৃষি অর্থনীতিই সব অর্থনীতির মূল ভিত্তি। শিল্প অর্থনীতি কৃষির কাঁচামালের ওপর অথবা খনিজ উৎপাদনের ওপর নির্ভরশীল। এই কাঁচামাল কখনো স্থানীয় বাজারেই পাওয়া যায়, কখনো দূরবর্তী বাজার থেকে সংগ্রহ করতে হয়, বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয়ভাবে কৃষি উৎপাদন নবায়নযোগ্য, খনিজ উৎপাদন নিঃশেষযোগ্য। যেসব রাষ্ট্র অন্য দেশের কাঁচামালের ওপর নির্ভর করে শিল্পের ওপর চলে অথবা অন্য রাষ্ট্রকে বন্দর ও অন্যান্য সেবা দিয়ে চলে, তাদের অর্থনীতির সুদূর ভিত্তি অন্য দেশের কৃষি ও শিল্প উৎপাদন। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং কৃষি অর্থনীতিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি।