![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/18/a17945145bd66b8672798d458d7666e8-5dd2350368ac7.jpg?jadewits_media_id=1486169)
দুশ্চিন্তাহীন মন্ত্রী ও ‘রেমিট্যান্স মেশিন’
একজন নারীকে কোনোমতে উড়োজাহাজে ওঠাতে পারলেই দুই হাজার ডলার মিলবে, দুজন পুরুষ পাঠানোর অনুমতি মিলবে—এসব ভাবনায় তাঁরা তখন বেহুঁশ। স্রেফ ব্যবসায়িক স্বার্থে, অন্য কথায় কেবল টাকার জন্যই সব জেনেবুঝে আমরা আমাদের নারীদের বিপদের মুখে কোরবানি দিলাম। লিখেছেন গওহার নঈম ওয়ারা