দোষ নন্দ ঘোষের না, সব দোষ চেয়ারের

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ১৩:৩৩

পেঁয়াজের আকালে পড়ে যখন ঝোল তরকারি মুখে তোলা যাচ্ছে না, বাগার ছাড়া ডাল দিয়ে ভাত খেয়ে যখন কর্তাকে গিন্নির রান্নার হাতের প্রশংসা করতে হচ্ছে, উপকূলের লবণচাষিরা এক মণ লবণ দিয়েও যখন এক কেজি পেঁয়াজ কিনতে পারছেন না, তখন শিল্পমন্ত্রী জাতির কাটা ঘায়ে এই নুনের ছিটা দিয়েছেন। অনেকে এটিকে কৌতুক হিসেবে নিয়েছেন। মানুষের অতি দুঃখে হাসার ব্যারাম আছে বলে তারা এই ‘কৌতুক’ শুনে হাসছে। লিখেছেন সারফুদ্দিন আহমেদ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও