জাতি হিসেবে আমরা কোথায় যাচ্ছি?
প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ যান্ত্রিক সভ্যতার বীভৎসতা আর নিষ্ঠুরতা প্রত্যক্ষ করে এক অবক্ষয়িত যুগে বসে আক্ষেপ করে বলেছিলেন, সাম্রাজ্য-রাজ্য-সিংহাসন-জয় মৃত্যুর মতো নয়। আর তাই তিনি অবক্ষয়িত যুগের কাছে প্রার্থনা করে বলেছিলেন, ‘মৃত্যুর মতন শান্তি চাই’।