বোমার সঙ্গে বসবাস
সুমন চট্টপাধ্যায়ের গান হাউজ দ্যট-এর প্রথম দুটি লাইন মনে পড়লো রাজধানীর মিরপুরের সিলিন্ডার বিস্ফোরণের নিহত ছয় শিশুর অভিভাবকদের আহাজারি দেখে। বাহ-বাহ, সাবাস, বড়দের দল এই তো চাই/ ছোটরা খেলবে আসুন আমরা বোমা বানাই। সাধারণের মনে হতে পারে, গ্যাস...