দুই পাশে গাদাগাদির বসতবাড়ি। বিদ্যালয় ভবন থেকে বের হলেই হয় গলি, নয় বড় রাস্তা। খেলাধুলার জন্য একচিলতে জায়গাও নেই। কখনো কোনো খেলার আয়োজন করলে খুদে পড়ুয়াদের অন্য এলাকার মাঠে নিয়ে যেতে হয়। সেটাও নয় মাসে-ছয় মাসে দুএকবার। তার মানে প্রায় গোটা বছরই খেলা থেকে বঞ্চিত থাকতে হয় শিশুদের। এই অসহায় অভিন্ন ছবি নাটোর শহরের প্রায় সব কটি প্রাথমিক বিদ্যালয়ের। সেখানে সরকারিবেসরকারি মিলিয়ে মোট...
- ট্যাগ:
- মতামত
- খেলার মাঠ
- শিশুদের বেড়ে ওঠা
- নাটোর