
নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে নিয়ে ধন্দ
যেকোনো বিষয়েই হোক না কেন, কোনো বঙ্গ তনয়ের (অথবা তনয়ার) বিশ্ববিজয়ের ঘটনা নাড়া দেয় প্রত্যেক বঙ্গ হৃদয়কে। সেই মতোই অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী কলকাতার বালিগঞ্জের ছেলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি বাদে বাকি সব দল-নির্বিশেষে (পশ্চিমবঙ্গের মানুষ) কয়েক দিন ধরে রীতিমতো আত্মশ্লাঘার মৌতাত উপভোগ করে চলেছে।