তরুণ জনগোষ্ঠীর কার্যকর ব্যবহার ও এসডিজির লক্ষ্য অর্জন
বিগত কয়েক মাসে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে দুর্ভাগ্যজনকভাবে কিছু ঘটনা ঘটেছে মূলত তরুণদের একটা অংশের বিপ্লবের ফলে। একই সঙ্গে আরেকটি বিষয় সামনে উঠে এসেছে, আর সেটা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের নৈতিক মূল্যবোধের অনুপস্থিতি। ফলে সমাজের সুশীল সমাজ এবং অন্যান্য সামাজিক স্তরের সঙ্গে তরুণদের চৈন্তিক স্খলন ঘটেছে, যা কিনা তারুণ্যের বিভাজন হিসেবেই দেখা হচ্ছে।