
বিদ্যুৎ খাতে অবিশ্বাস্য অদক্ষতা ও অপচয়
বিদ্যুৎ উৎপাদনে বর্তমান সরকারের দৃশ্যমান সাফল্য থাকলেও সেখানে আছে আরও বেশ কিছু কলঙ্ক। চাহিদা না থাকা সত্ত্বেও বিশেষ গোষ্ঠীর স্বার্থে বারবার উচ্চমূল্যের কুইক রেন্টাল ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নবায়ন। বহুসংখ্যক ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন, যেগুলো পিডিবির বোঝা এবং দুর্নীতিগ্রস্ত–প্রক্রিয়ায় বিশেষ কোম্পানিকে অতি উচ্চহারে ক্যাপাসিটি চার্জ দিয়ে যাওয়া। লিখেছেন ফাইজ তাইয়েব আহমেদ
- ট্যাগ:
- মতামত
- বিদ্যুৎ
- অপচয়
- ফাইজ তাইয়েব আহমেদ
- ঢাকা