ট্যাহা-পয়সা নাই চিকিৎসা করামু ক্যামনে
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০০:০০
বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া। অসংখ্য মাটি ঘেঁষা ও শিকড়ের গন্ধমাখা গানের ফেরিওয়ালা, কালজয়ী লোকসংগীত রচয়িতা, সুরকার ও গায়ক এই গুণী লোকশিল্পী। রেডিও, টিভি, মঞ্চসহ বিভিন্ন প্লাটফর্মে গান গাইতে গাইতে তিনি বাউল অঙ্গনের একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী। এখন মানুষের মুখে মুখে ঘোরে তার লেখা ও গাওয়া জনপ্রিয় গানগুলো।