ইন্দিরা বেশে ‘যুদ্ধ ঘোষণা’ কঙ্গনার
মুক্তির দশদিন আগে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত 'ইমার্জেন্সি’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। এর আগে টিজার প্রকাশ করে হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছিলেন সিনেমার পরিচালক, প্রযোজক এবং ইন্দিরার চরিত্রে অভিনয় করা বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বছরের অগাস্টে সিনেমা বাতিলের দাবি ও প্রাণনাশের হুমকিও পেয়েছেন ভারতের শাসকদলের এই এমপি।
এবারে ১ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেইলারের ভিডিওতে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনও তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনো তিনি দেশ ও জনগণ নিয়ে শান্ত হয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন।
সিনেমায় কঙ্গনা ছাড়াও দেখা যাবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পীকে। কঙ্গনা শুরু থেকে বলে আসছেন, ‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।