You have reached your daily news limit

Please log in to continue


১৮০ কিমি গতিতে চুরমার হলো গাড়ি, অক্ষত অভিনেতা!

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমার। এ সময় তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৮০ কিমি। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।

ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা '২৪এইচ দুবাই ২০২৫'-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

এই প্রতিযোগিতায় অজিতের অনুশীলন চলছিল। নিয়ম হলো, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন