You have reached your daily news limit

Please log in to continue


যেসব শর্ত মেনে অস্কারের জন্য লড়বে ২০৭ সিনেমা

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য প্রতিযোগিতায় ছিল মোট ৩২৩টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র। তারর মধ্যে ২০৭টি চলচ্চিত্র সেরা সিনেমা বিভাগে মনোনয়নের জন্য টিকেছে। ৭ জানুয়ারি এই ঘোষণা করেছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

২০২৪ সালের অস্কারের জন্য একটি চলচ্চিত্রকে কিছু যোগ্যতা পূরণ করতে হয়। তারমধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক সিটি, বে এরিয়া, শিকাগো, ডালাস-ফোর্ট ওয়ার্থ অথবা আটলান্টা- এই থিয়েটারগুলোর যে কোনো একটিতে মুক্তি পেতে হবে। সেইসঙ্গে একটানা সাত দিন বাণিজ্যিক প্রদর্শনী সম্পন্ন করতে হবে। এছাড়াও চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে।

সেরা ছবির জন্য যোগ্য হতে চলচ্চিত্রগুলোকে সাধারণ শর্তগুলো পূরণের পাশাপাশি একটি গোপন অ্যাকাডেমি রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইনক্লুশন স্ট্যান্ডার্ডস (আরএআইএসই) ফর্ম জমা দিতে হবে। তাদের অন্তর্ভূক্তির চারটি মানদণ্ডের মধ্যে কমপক্ষে দুটি পূরণ করতে হবে এবং ২০২৪ সালে মুক্তির ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি বাজারের মধ্যে ১০টি বাজারে বর্ধিত থিয়েট্রিকাল প্রদর্শনী শেষ করতে হবে। তবে ২০২৫ সালের ২৪ জানুয়ারির মধ্যে এই প্রদর্শনী সম্পন্ন না করলে সেটি প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হারাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন