ব্রায়ান অ্যাকটনের একটি গল্প শুনুন। যে ফেসবুকের কাছে চাকরি চেয়েও একসময় শূন্য হাতে ফিরে আসতে হয়েছিল তাকে, সেই ফেসবুকের কাছে ২০১৪ সালে তিনি হোয়াটসঅ্যাপ বিক্রি করেন ১৯ বিলিয়ন মার্কিন ডলারে। এর পরের কথা শুধুই ইতিহাস। ২০০৯ সালের মাঝামাঝি সময় তখন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্বারে দ্বারে চাকরি খুঁজছিলেন। অথচ তার ঝুলিতে আছে ইয়াহু ও অ্যাপল কম্পিউটারসহ ডজনখানেক নামি কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা। সামনে যাদের হাতে অনলাইনের রাজত্ব যাবেÑ এমন দুটি কোম্পানি টুইটার আর ফেসবুকেও ঢুঁ মারলেন। কাজের কাজ কিছুই হলো না। কোনো প্রতিষ্ঠানের কাছেই নিজেকে যোগ্য হিসেবে তুলে ধরতে পারলেন না তিনি। উপায়ান্তর না পেয়ে একটা টিম বানালেন ইয়াহু আলম এবং জান কুমকে নিয়ে। বানালেন ক্লাউডভিত্তিক মেসেজিং অ্যাপ্লিকেশন-হোয়াটসঅ্যাপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.