‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং আত্মহত্যা প্রতিরোধ’
বিষণ্নতার কারণে মনে যাতনা বাড়ে। উদ্বেগের কারণেও। নেতিবাচক চিন্তার দুষ্টচক্রে (vicious cycle) আটকে যাওয়ায় এ যাতনাবোধ তীব্রতর হতে থাকে। গোলকধাঁধায় সেঁটে যায় মানব মন। ভুক্তভোগী এই ফাঁদ থেকে বেরোনোর চেষ্টা করারও সুযোগ পায় না। ভুগতেই থাকে।