একাত্তরের আতঙ্কক্লিষ্ট কুমকুম চলেই গেল!
কুমকুম আমাদের দ্বিতীয় কন্যা। জন্মেছিল পাবনাতে ১৯৬৯ এর অগ্নিঝরা এক মুহূর্তে। সেপ্টেম্বর মাসে। বড্ড ঠান্ডা মেয়েটি। সুমধুর গানের গলা। অনেক বড় হতে পারতো মেয়েটি। কিন্তু তার যাত্রা পথে বাদ সেধেছিল ১৯৭১। একাত্তরের মুক্তিযুদ্ধ।
হ্যাঁ ওই প্রজন্মের সকল শিশুই একাত্তরের নৃশংস-বর্বরতার শিকার হয়েছিল কোন না কোনভাবে।