
ছবি সংগৃহীত
নতুন বছরে ‘মায়াবিনী’ সাইমন
আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭, ১৩:৩১
সাইমন সাদিক।ছবি: নূর, প্রিয়.কম।
(প্রিয়.কম) ঢাকাই ছবির প্রথম সারির নায়ক সাইমন সাদিক। নতুন বছরে তার অভিনীত এখনও কোন ছবি মুক্তি পায় নি। তবে ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সাইমন অভিনীত ‘মায়াবিনী’ ছবিটি।
এতে তার সহশিল্পী চিত্রনায়িকা আইরিন। আকাশ আচার্য্য ছবিটি পরিচালনা করেছেন।
এদিকে ‘মায়াবিনী’র মুক্তি উপলক্ষে ১৫ জানুয়ারি সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক, নায়ক, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনসহ আরও অনেকেই।
সাইমন সাদিক বলেন, ‘মায়াবিনী’ ছবিটি হতে যাচ্ছে চলতি বছর আমার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। দর্শকরা এই ছবিতে আমাকে কয়েকটি চরিত্রে দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে আমি এই ছবিতে হাজির হচ্ছি।’
মায়াবিনী ছবিতে সাইমন-আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, শবনম পারভীন, হাসি ও বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের অভিনয়শিল্পী।
সম্পাদনা: গোরা
- ট্যাগ:
- সিনেমা
- বিনোদন
- সাইমন সাদিক
- সায়মন সাদিক