বেবি বাম্প নিয়ে মেট গালায় মোহনীয় কিয়ারা-রিহানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১৬:৪০

সুন্দর, অনন্য আবার উদ্ভটও-এই কথাগুলো বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’ সম্পর্কে। নিউ ইয়র্কের মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউটে এ বছরের মেট গালা ফ্যাশন আসর বরাবরেই মত জমে ওঠে তারকা সমারোহে।


তবে সবার মধ্যে নজন কাড়েন দুই অন্তঃসত্ত্বা নারী- ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি এবং ক্যারিবিয়ান গায়িকা রিহানা।


কিয়ারার মা হতে চলার খবর এসেছিল গেল ফেব্রুয়ারিতে। এর পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এবারের মেট গালার নীল কার্পেটে বেবি বাম্প প্রদর্শন করে সাড়া তুলেছেন কিয়ারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও