
পলান সরকারের চরিত্রে ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু ইতোমধ্যে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার অভিনীত সিনেমা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। মঞ্চ-টেলিভিশন নাটক ও ওটিটিতে দারুণ ব্যস্ত এই অভিনয়শিল্পী একটার পর একটা নতুন সিনেমায় নিজেকে ব্যস্ত রেখেছেন।
সেইসঙ্গে তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন। তার নাটক-সিনেমা মানেই ভিন্ন রকম চরিত্রে তাকে দেখতে পাওয়া। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, সব সময়ই চেয়েছি ভিন্ন ভিন্নভাবে নিজেকে পর্দায় দেখব। সেভাবেই কাজ করে যাচ্ছি।
বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আলোড়ন সৃষ্টিকারী আলোকিত মানুষ পলান সরকারকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি চলচ্চিত্র। এখানে পলান সরকারের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু।
সিনেমার নাম 'সলতে'। পরিচালনা করছেন জহির রায়হান।
ফজলুর রহমান বাবু বলেন, পলান সরকারের দর্শন আমাকে আকৃষ্ট করেছে। তার দর্শন আমাকে মুগ্ধ করেছে। একজন মানুষ, অনেক বেশি পড়ালেখা না করেও কীভাবে মানুষকে আলোকিত করে গেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিয়েছেন। এমন মানুষের সংখ্যা কম।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- ফজলুর রহমান বাবু