
অক্ষয়ের ফিরিয়ে দেওয়া যে ৫ সিনেমা সুপারহিট হয়েছিল
সবশেষ মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী ২’ সিনেমাটি বক্স অফিসে মোটামুটি চলেছে। তার আগে অবশ্য সময়টা ভালো যায়নি অভিনেতার। কোভিড–১৯–এর পর থেকে যে ফ্লপের চক্করে পরেছেন, পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। অথচ ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অবশ্য প্রচুর সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন অভিনেতা। এর মধ্যে কয়েকটি সিনেমা পরে সুপারহিটও হয়েছে। মিড ডে অবলম্বনে জেনে নেওয়া যাক এমন পাঁচ সিনেমার কথা।
‘বাজিগর’
১৯৯৩ সালে মুক্তি পাওয়া আব্বাস-মাস্তান জুটির ‘বাজিগর’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সিনেমাটির খল চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হন শাহরুখ খান। কিন্তু ছবির জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না। নির্মাতারা অনিল কাপুর, সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমারকেও চরিত্রটির জন্য ভেবেছিলেন। কিন্তু অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন না, তাই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয়।