
তারকাবহুল ‘গুলমোহর’ সিরিজ আসছে এ মাসেই
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। এতে আরও আছেন সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, মোস্তফা মনোয়ারসহ অনেকে।
পরিবারের চেনাজানা এক গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। পরিবারের সম্পর্কের বাঁধন আলগা করে দেয় ক্ষমতার লোভ। পরিচালক জানিয়েছেন, এ পর্যন্ত এটিই তাঁর সবচেয়ে বড় স্কেলের কাজ। গতকাল পোস্টার প্রকাশ করে গুলমোহরের অভিনয়শিল্পীদের নাম জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখও। ১৪ মে রাত ১২টায় চরকিতে শুরু হবে গুলমোহরের স্ট্রিমিং।
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব সিরিজ