ছবি সংগৃহীত

ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক সাইফুল আবেদীন

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৮
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৮

(প্রিয়.কম) জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনকে।

বৃহস্পতিবার তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পক্ষ থেকে জানানো হয়েছে।

একই সঙ্গে ডিজিএফআইয়ের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেনকে নবম ডিভিশনের জিওসি করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

এ ছাড়াও, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক ও ৫৫ ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দিনকে সিজিএস পদে নিয়োগ এবং এমএসের মেজর জেনারেল একেএম আবদুল্লা হিল বাকীকে বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।

১০ ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসানকে লগ এরিয়া কমান্ড্যান্ট করা হয়েছে। ডিওয়াই ফোর্স কমান্ড, ইউএনএএমআইডি মেজর জেনারেল নাজিম উদ্দিন মাকসুদকে জিওসি ১০ ডিভিশন, নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে এমএস, ডিএমওর বিগ্রেডিয়ার জেনারেল নাইম আশফাক চৌধুরীকে ৫৫ ডিভিশনের জিওসি পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রিয় সংবাদ/মেহেদী/কামরুল