ছবি সংগৃহীত

টিউবারকুলোসিসের যে ৭ টি লক্ষণকে অবহেলা করা উচিৎ নয়

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ১৬:১০
আপডেট: ২৫ মার্চ ২০১৭, ১৬:১০

যক্ষ্মা হলে শুধু কাশির সময় নয় নিয়মিতই বুকে ব্যথা হতে থাকে।  ছবি : সংগৃহীত। 

(প্রিয়.কম) টিউবারকুলোসিস বা যক্ষ্মা বা টিবি খুবই সাধারণ সংক্রামক রোগ। সাধারণত অনেক বেশি দেরি হয়ে যাওয়ার পর শনাক্ত হয় এটি। তাই এর নীরব উপসর্গের বিষয়ে সচেতন হওয়া জরুরী। আপনার যদি সুপ্ত যক্ষ্মা (latent tuberculosis) হয়ে থাকে তাহলে আপনার তেমন কোন লক্ষণই প্রকাশ পাবে না এবং অন্যদের মাঝেও এটি ছড়াবে না। যদি আপনার সক্রিয় যক্ষ্মা (active TB) হয়ে থাকে তাহলে কিছু লক্ষণ প্রকাশ পাবে এবং এই রোগ আপনার থেকে অন্যদের মাঝেও ছড়াতে পারে। আপনার ফুসফুসে (শরীরের সবচেয়ে সাধারণ অঞ্চল) নাকি অন্য কোন স্থানে (extrapulmonary TB) হয়েছে তার উপর নির্ভর করে উপসর্গ দেখা দেয়। যক্ষ্মার উপসর্গের মতোই উপসর্গ দেখা যায় নিউমোনিয়া এবং ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে।  উভয় ধরনের যক্ষ্মার উপসর্গের বিষয়ে জেনে নিই চলুন।

ফুসফুস  যক্ষ্মায় আক্রান্ত হলে যে উপসর্গ দেখা যায়

active TB এর লক্ষণ ফুসফুসে শুরু হয় আস্তে আস্তে এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাসে এটি উন্নতি লাভ করে। আপনার হয়তো একটি বা দুটি মধ্যম উপসর্গ দেখা যেতে পারে এবং আপনি হয়তো বুঝতেই পারেন না যে আপনার এই রোগটি হয়েছে।

সাধারণ যে উপসর্গগুলো দেখা যায়

১। ক্ষুধা কমে যাওয়া

ফুসফুসের যক্ষ্মার (pulmonary tuberculosis) ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে সাধারণ উপসর্গ হচ্ছে ক্ষুধা কমে যাওয়া।

২। ক্লান্তি

ক্ষুধা কমে যাওয়ার কারণে ক্লান্তি ও দুর্বলতার সমস্যা দেখা দেয়। ফুসফুস সংক্রমিত হওয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা হয়।

৩। দীর্ঘমেয়াদী কাশি

তিন সপ্তাহের বেশি কাশি থাকা  ফুসফুসের যক্ষ্মা হওয়ার সংকেত বহন করে। 

৪। জ্বর

যদি আপনার নিম্নমাত্রার জ্বর থাকে, যা সন্ধ্যার সময় বৃদ্ধি পায় (ম্যালেরিয়া হলেও হয়) অথবা উচ্চমাত্রার জ্বর (১০৩-১০৪ ডিগ্রী ফারেনহাইট) হয় এবং এর পাশাপাশি ক্ষুধামন্দা ও কাশি থাকে  তাহলে তা হতে পারে যক্ষ্মার লক্ষণ।

৫। বুকে ব্যথা

নিয়মিত কাশি থাকার কারণে বুকে ব্যথা হতে পারে। কিন্তু যক্ষ্মা হলে শুধু কাশির সময় নয় নিয়মিতই বুকে ব্যথা হতে থাকে।  

৬। ওজন কমে যাওয়া

ক্ষুধামন্দা হওয়ার কারণে ওজন কমে যায়, যা যক্ষ্মার একটি সাধারণ লক্ষণ। খাওয়ার প্রতি অনিচ্ছা ও যক্ষ্মার সাধারণ লক্ষণ, যার ফলে ওজন কমে যায়।  হঠাৎ করে ওজন কমে গেলে উপেক্ষা করবেন না।

৭। হেমোপটাইসিস  

কাশির সাথে রক্ত আসলে তাকে হেমোপটাইসিস বলে, যা যক্ষ্মার সাধারণ একটি লক্ষণ। অনেক সময় রোগীর ঘন, সাদাটে বা ঘোলাটে কফ বা থুতু আসে বা কফে রক্তের চিহ্ন নাও থাকতে পারে।

ফুসফুস ছাড়া শরীরের অন্য কোথাও যক্ষ্মা হলে তার উপসর্গ

শরীরের কোন অংশটি আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে  extrapulmonary TB এর উপসর্গ। উদাহরণ হিসেবে বলা যায় - পিঠে ব্যথা মেরুদন্ডের যক্ষ্মাকে নির্দেশ করে বা ঘাড় সংক্রমিত হলে ঘাড় ফুলে যেতে পারে (যদি লিম্ফ নোড ফুলে যায়)।  

সূত্র : ওয়েব এমডি ও দ্যা হেলথ সাইট

সম্পাদনা : কে এন দেয়া