বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে আবারও খোলামেলা পুনম পাণ্ডে

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১০:২২
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১০:২২

(প্রিয়.কম) ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের শুরু থেকেই আলোচনায় পুনম পাণ্ডে। বিরাট কোহলিদের সমর্থনে নিয়মিত ম্যাচ দেখছেন ভারতীয় এই অভিনেত্রী। শুধু তাই নয়, দিচ্ছেন উৎসাহ এবং প্রতিশ্রুতিও।

ভারত-পাকিস্তান ম্যাচের আগেও আলোড়ন তুলেছিলেন পুনম। পাইলট অভিনন্দন বর্তমানকে নকল করে পাকিস্তানিদের বানানো বিজ্ঞাপনের জবাবে অন্তর্বাস খুলে দেখিয়েছিলেন ভারতীয় এই মডেল ও অভিনেত্রী। সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। উইন্ডিজের বিপক্ষে জয়ের পরও খোলামেলা ভঙ্গিতে হাজির হয়েছিলেন পুনম।

এবার বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে আরও একবার স্বমহিমায় ভারতীয় এই মডেল।

গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের শেষ চারের টিকেট কেটেছে ভারত। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের একটি খোলামেলা ছবি পোস্ট করেন পুনম। সাদা টিশার্টে ট্রেডমার্ক পোজে তোলা ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘শুভ রাত্রি টিম ইন্ডিয়া।’

প্রিয় খেলা/আশরাফ