বিসিবি-আইসিসি বৈঠক: সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী খবর
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি ও বিসিবির কাছ থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এমন দাবি করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভার্চুয়াল বৈঠকে বসেছিল। তবে আলোচনার পর সেখানে কী সিদ্ধান্ত এসেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার যে অনুরোধ বিসিবি করেছিল, ওই বৈঠকে তা আইসিসি প্রত্যাখ্যান করেছে। বিসিবিকে আইসিসি স্পষ্টভাবে আরও জানিয়েছে, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলকে ভারতে ভ্রমণ করতেই হবে। সেটা না হলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।
তবে বিসিবির পক্ষ থেকে ক্রিকইনফোর কাছে ভিন্ন দাবি করা হয়েছে। তারা জানিয়েছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে এই ধরনের কোনো চূড়ান্ত বার্তা বা 'আল্টিমেটাম' পায়নি।