বিপিএল থেকে বাদ পড়ার খবর উড়িয়ে দিলেন রিধিমা
দুই প্রতিবেশী দেশের চলমান টানাপোড়েনের মধ্যে বিপিএলের মাঝপথে রিধিমা পাঠাকের বিদায় নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়েছে। তবে সে সবের ইতি টেনে ভারতীয় এই প্রেজেন্টার জানিয়েছেন, বাদ দেওয়া হয়নি তাকে, স্বেচ্ছায় চলমান আসর থেকে সরে গেছে তিনি।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, তাকে বিপিএল থেকে বাদ দেওয়ার খবর সত্য নয়।
“ব্যক্তিগত সিদ্ধান্তে আমি সরে গেছি। আমার জন্য, দেশ সবার আগে। ক্রিকেটকে আমি যে কোনো একটি অ্যাসাইনমেন্টের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেই।”
এই বিষয়ে আর কোনো মন্তব্য না করার কথাও বলেছেন রিধিমা।
ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের টানাপোড়েন শুরু আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে।
এর প্রতিক্রিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এর পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।