যাকে নিয়ে ‘যুদ্ধে’র শুরু, সেই মোস্তাফিজ কী করছেন

প্রথম আলো প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩

পরপর দুই ম্যাচের ক্লান্তি কাটাতে কাল অনুশীলন করেনি রংপুর রাইডার্স। বেশির ভাগ ক্রিকেটার–কর্মকর্তার সময় কেটেছে অবসরে। এর মধ্যেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির মোস্তাফিজুর রহমান, সঙ্গী স্ত্রী–পুত্র। তাঁদের সঙ্গে ছবি তুললেন হুডি আর ট্রাউজার পরা মোস্তাফিজ। ছবি ঠিকঠাক হচ্ছে কি না, সেটাও দেখছিলেন বারবার। মোস্তাফিজকে দেখে বোঝার উপায়ই ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে চলমান ‘যুদ্ধের’ শুরুটা তাঁকে নিয়েই!


আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েও বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওই ঘটনার প্রতিবাদে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশে দেখানো হবে না এবারের আইপিএলের ম্যাচও। কিন্তু এত সব ঝড়ের কিছুই যেন ছুঁয়ে যায়নি তাঁকে!


মোস্তাফিজের এই নির্বিকার ভাব দেখে বিস্মিত জাতীয় দলে তাঁর সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘ওকে দেখে মনে হলো রিল্যাক্সড। ও সব সময় যে রকম গান শোনে, রিল্যাক্সড থাকে, ও রকমই...। চিন্তা করলাম যে ও এত রিল্যাক্সড আছে, আমরা এত চিন্তা করে লাভ কী! এরপর আমরাও রিল্যাক্সড আছি!’


সন্ধ্যায় রংপুর রাইডার্সের মোস্তাফিজ টিম হোটেলে ফিরলে উপস্থিত সাংবাদিকেরা ছুটেছেন তাঁর দিকে। মোস্তাফিজ এমনিতেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলেন। বছরে যে দু–একবার কথা বলেন, সেখানেও তাঁর বেশির ভাগ উত্তর থেমে যায় এক–দুই শব্দে। অনেক প্রশ্নের উত্তরে উল্টো বলেন, ‘কী বলব...!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও